Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কৃষক পর্যায়ে সেবা সমূহঃ চলমান প্রকল্পের আওতায় ২০১১-২০১২ অর্থ বছরে কৃষক পর্যায়ে বিনামূল্যে সাতক্ষীরা সদর, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ১২ কেজি তিলের বীজ (বারি তিল-৩ ও বারি তিল-৪), ৩০ কেজি মুগের বীজ (বারি মুগ-৬), ২৫০ কেজি গমের বীজ (বারি গম-২৫ ও বারি গম-২৬) ও ১২ কেজি সরিষার বীজ (বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫)। দ্বিতীয় পর্যায়ে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ২০১৩-২০১৪ অর্থ বছরে কৃষক পর্যায়ে খরিফ মৌসুমে বিনামূল্যে ৬ কেজি তিলের বীজ (বারি তিল-৩ ও বারি তিল-৪), ২ কেজি পুঁইশাকের বীজ (বারি পুঁইশাক-২), ১৫০ কেজি মুখীকচুর বীজ (বিলাসী), ২০ কেজি মুগের বীজ (বারি মুগ-৬), ২ কেজি ঢেঁড়সের বীজ (বারি ঢেঁড়স-২) এবং রবি মৌসুমে ১০০০ কেজি গমের বীজ (বারি গম-২৫), ৯ কেজি সরিষার বীজ (বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫), ৪০ কেজি আলুর বীজ (ডায়ামন্ট, কার্ডিনাল ও এ্যাসটারিক্স) ও ২৫০ গ্রাম মিষ্টি কুমড়ার বীজ (বারি মিষ্টি কুমড়া-১) বিতরণ করা হয়।